Posts
Showing posts from 2019
Dawat-&-Tablige
- Get link
- X
- Other Apps

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ দাওয়াত ও তাবলীগ এর লা-ইলাহা ইল্লালাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ দাওয়াত -আল্লাহর দিকে আহবান করা। তাবলীগ - পৌঁছানো দ্বীতিয় হজরতজী হাফেজ মাওলানা ইউসুফ ছাব রহ. বলেন রাসুলে আরাবিয়া (স) যেই সিফাতে জীবন অতিবাহিত করেছিলেন এবং যেই সিফাতে দ্বীনের কাজ করেছিলেন; সেই সিফাতই তাবলীগ। -মাকতুবাতে আকাবেরে তাবলীগ পৃ.-১৫ হযরতজী রহ. আরও বলেন -হাইড্রোজেন বোমা এবং এটম বোমা থেকে ভয় পাওয়া ঠিক তেমন যেমন না-কি মাটির মুর্তিকে তার পূজারিরা ভয় পায়। যদি তোমরা দাওয়াতের কাজের হক আদায় করো তাহলে এটম বোমা আর হাইড্রোজেন বোমাওয়ালারা তাদের সব ব্যবস্থা আর মাল-দৌলতসহ তোমাদেও গোলাম বনে যাবে। -তাজকেরায়ে হজরতজী রহ. পৃ.-১৯৩ মহোতরম দোস্ত বুজুর্গ আজিজো সমস্ত প্রসংসা অল্লাহর জন্য যিনি আরশের সম্মানিত মালিক। লা-ইলাহা ইল্লালাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ এই কালিমার ভিতর সব সৃষ্টির রহস্য লুকায়িত আছে বাকি আল্লাহ যতটুকু মাখলুককে বোঝার ক্ষমতা দিয়েছেন ততটুকু সে আয়ত¦ করতে পারে। কালিমার প্রথম অংশ লা-ইলাহা ইল্লালাহ এর অর্থ হলো অল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আর দ্বিতীয় অংশ হলো মুহাম্মাদুর রাসুলু...